বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
ওমরাহ শেষে দেশে ফিরছেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ২:০৬ PM
গতকাল থেকে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় বিপিএলের পর এবার ডিপিএলে মুখোমুখি হচ্ছে সাকিব-তামিম। শেখ জামালের হয়ে সাকিব এবং প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামার কথা ছিল তামিমের। তবে ম্যাচের দিন তামিমকে মাঠে দেখা গেলেও ছিলেন না সাকিব।

এরপরই দেশের একটি বেসরকারি গণমাধ্যম খবর প্রকাশ করে, যেখানে জানানো হয়, এই ম্যাচে সাকিব খেলবেন না, তা আগে থেকে জানতেন না কোচ সোহেল ইসলাম। প্রতিবেদনে আরও জানানো হয়, ম্যাচের দিন সাকিব দেশেই থাকছেন না। তিনি ওমরাহ পালন করার জন্য সৌদি আরব যাচ্ছেন।

সাকিব কোন সময় দেশ ছাড়ছেন এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তার বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, যাচ্ছেন এই তথ্যটি ভুল। সে অলরেডি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল (রোববার) দেশে ফেরার কথা রয়েছে।

এবারে ঈদুল ফিতরের নামাজ কোথায় পড়বেন, এ বিষয়ে জানতে চাইলে সাকিবের বাবা বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। দেশের ফিরলে তারপর এ বিষয়ে কথা হবে।

এর আগে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। দল হারলেও ব্যাট ও বল হাতে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত