প্রথম ধাপে অনুষ্ঠিতব্য সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ৩২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলকৃতদের মধ্যে ২১ জন হরিরামপুর ও ১১ জন সিংগাইর উপজেলায়।
মঙ্গলবার (১৫ মার্চ) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, হরিরামপুরে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং সিংগাইরে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন।
হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, দেওয়ান সাইদুর রহমান, তামজিদ উল্লাহ প্রধান লিল্টু, মো. জাহিদুর রহমান তুষার, মোঃ সেলিম মোল্লা, মোঃ রাজিবুল হাসান রাজিব, মোঃ আজিম খান, মোঃ সাদ্দাম হোসেন, শামসুল ইসলাম ও রাকিব হাসান।
সিংগাইরে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোঃ আব্দুল মাজেদ খান, সায়েদুল ইসলাম, মো. আব্দুল হাকিম ও নৃত্য গোপাল সাহা বলাই।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিয়া জানান, ঘোষিত তফসিলের প্রথম ধাপে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস- চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (১৫ এপ্রিল) অফিস চলাকালীন সময় পর্যন্ত দুটি উপজেলায় ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ১৭ এপ্রিল দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২২ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।