রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
রামগতিতে প্রতারণার মামলায় বিএনপি নেতা কারাগারে
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৭:৫৯ PM
প্রতারণাসহ হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিএনপির সহসভাপতি অপরূপ দাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আনোয়ার হোসেন তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অপরুপ চন্দ্র দাস রামগতি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই এলাকার প্রাণনাথ বাবুর ছেলে।  

জানা গেছে, উপজেলার চরসেকান্তর এলাকার শুধাংশু চন্দ্র দাসের ছেলে মরণ চন্দ্র দাস ২০১৯ সালে অপরুপ দাস থেকে ৮ শতক জমি ক্রয়ের করেন। ওই সময় কয়েকজন স্বাক্ষীর উপস্থিতিতে জমির মূল্য বাবদ ৩ লক্ষ ৯০ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু বায়নাচুক্তি অনুযায়ী পরবর্তী ছয় মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও অপরুপ দাস তালবাহানা শুরু করেন। 

এ বিষয়ে একাধিকবার সালিশ বৈঠকে জমির রেজিস্ট্রি সম্পন্ন করা অথবা ক্রেতা মরন চন্দ্র দাসকে ৭লক্ষ টাকা পরিশোধ করার লিখিত অঙ্গীকার করেন অপরুপ দাস। সালিসি  বৈঠক অনুযায়ী কথা না রাখা এবং ক্রেতাকে হত্যাসহ হুমকি-ধমকি দেওয়ায় গত বছরের ১৬ জুলাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা মামলা করেন ভুক্তভোগির ছেলে রবিন চন্দ্র দাস। 

মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট নোমান জানান, ওই মামলায় আসামী অপরুপ দাস হাজিরা হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত  জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত