প্রাণীসম্পদ ভরবো দেশ,গড়বো স্মাট বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার প্রানীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে উক্ত প্রানীসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা পাটগ্রামের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, জেলা প্রাণিসম্পদ এর প্রশিক্ষক ডা. মামুনুর রশিদ,,হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম,হাতীবান্ধা প্রাণিসম্পদ অফিসার মাহমুদুল হাসান প্রমুখ। আলোচনা শেষে খামারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, মহিষ, বিভিন্ন পাখি নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।