“প্রাণিসম্পদে ভরাবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায়,প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী/২৪ এর উদ্বোধন করা হয়।
কাহালু উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
উপজেলা নির্বাহী অফিসার মোছঃ মেরিনা আফরোজ এর সভাপতিত্বে ও ভেটেনারী সর্জন ডাঃ এ জেড এম খালিদ জুলফিকার এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার,উপজেলা মৎস্য অফিসার নুর নবী,খামারী আলহাজ্ব ফেরদৌস রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী।
বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোছঃ মেরিনা আফরোজকে সম্মাননা স্বারক প্রদান করেন প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী।
প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, মুরগী, হাস, কবুতরসহ গো-খাদ্যের ৩০ টি স্টল স্থান পায়।