শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
টঙ্গীতে লিফলেট বিতরণকালে জামায়াতের ৫ কর্মী গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৫:০৬ PM
গাজীপুরের টঙ্গীতে লিফলেট বিতরণকালে জামায়াত ইসলামের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে স্থানীয় মধুমিতা শেরেবাংলা রোড এলাকায় লিফলেট বিতরণ কালে তাদেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর আরিচপুর শেরে বাংলা রোড এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস (৪৫), একই এলাকার মনসুর আলী রোডের মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী (৫৪), আরিচপুর এলাকার জনৈক গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল হাই (৫৩), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বড়নীখন্ড গ্রামের মৃত সুলতান আহমেদেও ছেলে আলমগীর হোসেন (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সিটপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)।

পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর কিছু কর্মী রাতেরবেলা শেরেবাংলা রোড থেকে বউ বাজার এলাকায় লিফলেট বিতরণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিফলেট বিতরণ কালে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, চাঁদা রসিদ, সদস্য ফরমসহ জিহাদি বই উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে পাঁচ জন জামায়াত কর্মীকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তারা নাশকতার পরিকল্পনার বিষয়টি স্বীকার করে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত