সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বগুড়ায় জব মেলায় চাকুরী পেলেন বেকার প্রকৌশলীরা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৫:৪৮ PM
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারী বেকার প্রকৌশলীদের চাকুরি প্রদানের লক্ষ্যে বগুড়া সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে  জব মেলার আয়োজন করে।

আজ ২৯ এপ্রিল, সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত জব মেলায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কমপক্ষে ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর বেকার শিক্ষার্থীরা স্বশরীরে এসে তাঁদের বায়োডাটাসহ আবেদনপত্র দাখিল করে। তাৎক্ষণিকভাবে উক্ত শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে অনেককেই নিয়োগ প্রদান করে বিভিন্ন প্রতিষ্ঠান।

এবারের জব মেলায় এসেছিল স্পেস সলিউশন নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ইন্জিঃ আহম্মেদ আল নূর নবিন বলেন, আজকের জব মেলায় স্পেস সলিউশন কোম্পানিতে অর্ধশতাধিক প্রার্থী আবেদন করেন। ২০ মিনিটের লিখিত পরীক্ষায়  তাঁদের মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়। 

১৭ জনের মৌখিক পরীক্ষায় তাৎক্ষণিকভাবে ১০ জনকে নিয়োগ প্রদান করা হয়। এ ছাড়াও এ মেলায় অংশগ্রহণকারী আর্চ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিঃ,  প্রব্লেম সলভ এন্ড প্রোগ্রামিং, রুহুল আইটি, ই লার্নিং এন্ড আর্নিং লিঃ, এ লিডিং সফটওয়্যার কোম্পানি,  আর্চ ইনটেরিওর ডিজাইন এন্ড কনসালটেন্সি, দ্যা ফিউচার অব টেকনোলজি, ক্যারিয়ার রোডম্যাপ, বিডি হোমসহ কমপক্ষে ২০ টি জব কোম্পানি এ মেলায় অংশগ্রহন করে তাৎক্ষণিক ভাবে পরীক্ষা নিয়ে অনেক বেকার ডিপ্লোমা ইন্জিনিয়ারদের চাকুরী প্রদান করে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আবু সাইম জাহান জব মেলার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তবে মেলায় উপস্থিত দর্শনার্থীরা বলেন, ব্যাপক ক্যাম্পেইন করা হলে এই প্রতিষ্ঠানের অনেক সংখ্যাক বেকার ডিপ্লোমা ইন্জিনিয়াররা এ জব মেলায় অংশগ্রহণ করতে পারতেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত