মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী বেগম নাম প্রবাসফেরত স্ত্রীকে নিজ হাতে গলাকেটে হত্যা করে রক্তাক্ত অস্ত্র (দা) নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী সফর আলী। রবিবার বেলা ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউপির বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। সফর আলী বাঘমারা গ্রামের কুদ্দুছ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের রমজানের ৪ দিন আগে সৌদি আরবে যান এক সন্তানের জননী শিল্পী বেগম। গতকাল শনিবার রাতে সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে ফেরত এসে রবিবার সকালে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পরপরই পরকীয়ার অভিযোগ এনে স্বামী সফর আলী দেশীয় দা দিয়ে গলাকেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে আত্নসমর্পন করেন।
পরে তাৎক্ষনিক কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের রুমের তালা ভেঙে মাটিতে পরে থাকা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছেন।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলায় থানায় আত্মসমর্পণ করা ঘাতক স্বামীকে আসামি করে কারাগারে প্রেরণ করা হয়েছে।