লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নির্বাচনে একটি কেন্দ্রে ভোট গ্রহণে জালিয়তির অভিযোগে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে নির্বাচনের কাজে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ বুধবার দুপুরে চর জাঙ্গালিয়া এইচ সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক অফিসারের নাম মেহেদি হাসান। তিনি ওই কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে কমলনগর উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ নির্বাচনে উপজেলার ৭৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ চলাকালে চর জাঙ্গালিয়া এইচ সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পির কাপ পিরিচ প্রতিকের পক্ষে ভোট জালিয়াতি করার অভিযোগ উঠে সহকারী প্রিজাইডিং অফিসার মেহেদি হাসানের বিরুদ্ধে। পরে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণ পাওয়ায় দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে আটক করে।
কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত মেহেদি কমলনগর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা।