আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আজ রোববার সকালে যশোর জেলা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে ডেপুটি সিভিল সার্জন মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে এক র্যালি যশোর সদর হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যশোর সদর হাসপাতালে এসে শেষ হয়।
পরে হাসপাতালে সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাঃ জি কে এম শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং ডাঃ সুমনা শারমিন খান মেডিকেল অফিসার যশোর সদর হাসপাতাল সহ বিভিন্ন পদবীর নার্সগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় যশোর সদর হাসপাতালে রোগীর সংখ্যা অনুসারে ডাক্তার ও নার্স না থাকায় যুগোপযোগী ও মানসম্মত সেবা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি তাদের পদ উন্নতি না হওয়া ও পোশাক পরিবর্তন করায় তা পূর্বের ন্যায় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |