শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
বারহাট্টায় জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৪:০৫ PM
নেত্রকোনার বারহাট্টায় আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ভোটেরপ্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন।

আসন্ন উপজেলা নির্বাচনে ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিদিন ব্যবহার করছেন নতুন নতুন কৌশল। ব্যানার-পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এ ছাড়াও হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। হাট-বাজার, পাড়া-মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন তারা, বিতরণ করা হচ্ছে লিফলেট। গণসংযোগের পাশাপাশি করছেন উঠান বৈঠক- দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের পক্ষে চলছে ব্যাপক মাইকিং। একই সময়ে প্রার্থীদের একাধিক মাইকিংয়ে সরগরম হয়ে উঠছে গোটা জনপদ।

চেয়ারম্যান প্রার্থী বর্তমান বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকন বলেন, 'বারহাট্টা উপজেলার জনগণ আমাকে ভালবেসে ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। তাদের সহযোগিতায় আমি উপজেলার অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনেও বারহাট্টা উপজেলায় যেসব কাজ অসমাপ্ত রয়েছে, তা বাস্তবায়ন করতে চাই।'

তিনি আরও বলেন, উপজেলাবাসীর দোয়া ও আশীর্বাদে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার উন্নয়নের যে জোয়ার বইছে সেই জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের উপজেলাকে এগিয়ে নিতে চাই।

অপর চেয়ারম্যান প্রার্থী বর্তমান বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন বলেন, 'জনগণের ভালবাসায় আমি টানা তিন মেয়াদে বারহাট্টা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জনগণের পাশে রয়েছি। এবার আমি শুধু সদর ইউনিয়ন পরিষদেই সীমাবদ্ধ থাকতে চাই না। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বারহাট্টা উপজেলার সাত ইউনিয়নের জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই। আমি আশা করছি উপজেলার সর্বস্তরের জনগণ পাশে থেকে আমার উন্নয়নের স্বপ্নকে সার্থক করবেন।

তিনি আরও বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বারহাট্টা উপজেলার জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত "স্মার্ট বাংলাদেশ" গড়ার ভিশন উপজেলায় দৃশ্যমান করতে চাই।'

উপজেলা সদরের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীরই জনপ্রিয়তা রয়েছে। এখনও কোন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না কে হবেন উপজেলা পরিষদের কান্ডারী?

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে- ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে- ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ৫ জন সহ মোট ১০ জন প্রার্থী অংশ নিবেন।

তারা আরও জানান, চেয়ারম্যান পদে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবীর খোকন এবং (ঘোড়া) প্রতীক নিয়ে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পর পর তিনবার নির্বাচিত সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে (মাইক) প্রতীক নিয়ে সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহীন, (তালা) প্রতীক নিয়ে মোঃ আশরাফুজ্জামান নয়ন ফকির এবং (টিউবওয়েল) প্রতীক নিয়ে মোঃ রুবেল হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার (শায়লা), (হাঁস) প্রতীক নিয়ে খাদিজা বেগম, (কলস) প্রতীক নিয়ে মোসাঃ খেলন আক্তার, (ফুটবল) প্রতীক নিয়ে রুবি আক্তার, এবং (পদ্ম ফুল) প্রতীক নিয়ে সন্ধ্যা রাণী প্রতিদ্বন্দ্বীতা করছেন।



সহকারী রিটার্নিং কর্মকর্তা বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, ষষ্ঠ উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ইতিমধ্যে গত শনিবার ও রবিবার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত