বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৩:৫৯ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৩ মে) দুপুরে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিম মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এসময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, এনজিও ও ব্যাংকের ১৭ স্টল স্থান পায়।

পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ছোট মনির সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা তুলে ধরে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার অনুরোধ জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত