শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ধামরাইয়ে জিপিএস/পিসি পিলার স্থাপন শুরু
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৬:৫৯ PM
ঢাকার ধামরাইয়ে এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (EDLMS) প্রকল্পের আওতায় ধামরাই উপজেলায় ডিজিটাল জরিপ কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে জিপিএস/পিসি পিলার স্থাপনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে "ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যে আধুনিক ভূমি জরিপের অংশ হিসেবে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মাঠে জিপিএস/পিসি পিলার স্থাপন করা হয়েছে। পুরো উপজেলায় ৩০৫ টি পিলার স্থাপন করা হবে।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্যের সভাপতিত্বে পিলার স্থাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার (সার্ভে) ক্যাং মুন সান, ধামরাই উপজেলা প্রজেক্ট লিডার (সার্ভে) ও-কুক-পিয়াং, ধামরাই উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার আনজুমান আরা, সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) মাহবুব আলম, ধামরাই উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

জিপিএস/ পিসি পিলার স্থাপন উদ্বোধন শেষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ ডিজিটাল হচ্ছে। ভূমি সংক্রান্ত জটিলতারোধে আধুনিক ও ইন্টারনেট ভিত্তিক সার্ভে হবে। এই জরিপ নির্ভুলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। ইনশাল্লাহ সকলের প্রচেষ্টায় এই পাইলট প্রোগ্রামের সুফল ধামরাইবাসী ভোগ করবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত