কাগজের পোস্টার টেকসই করার লক্ষ্যে ল্যামিনেট করার প্রতিযোগিতা চলছে। প্রার্থীদের কাছে পরিবেশ দূষণকারী পণ্যটিই হয়ে উঠেছে প্রচারের অন্যতম হাতিয়ার। অপচনশীল এসব পলিথিন নদী, পুকুর, জলাশয়ের তলদেশে জমা হয়ে পরিবেশ-প্রতিবেশের ক্ষতি করবে।
মাটি, পানি ও বাতাস—তিন স্তরেই প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব রয়েছে। অপচনশীল বলে এরা মাটির উর্বরতা শক্তি মারাত্মকভাবে নষ্ট করে। পলিথিন নালা-নর্দমা থেকে শুরু করে নদ-নদী সব স্তরেই পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে। পুড়িয়ে ফেললেও বাতাস দূষিত হয়।
এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্লাস্টিকে মোড়ানো (ল্যামিনেট করা) নির্বাচনী প্রচারণার পোস্টার সরিয়ে ফেলা হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার(১৩ মে) সকাল থেকে এসব পোস্টার সরানোর কাজ শুরু হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
এসএম রাহাতুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ি পোস্টার ল্যামিনেট করা যাবে না। এ অবস্থায় সোমবার দিনভর পৌর এলাকার সড়ক বাজার, খড়মপুর, থানা এলাকাসহ বিভিন্নস্থান থেকে এসব পোস্টার সরিয়ে ফেলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।