মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নান্দাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
নান্দাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:০৫ PM
রাষ্ট্র জনগণের টাকায় করে যারা লোভ, প্রকাশ পেলে আমজনতা ছুড়বে ঘৃণার ক্ষোভ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শনিবার (১৮মে) উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতি বিস্তারের প্রধান কারণ- শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করেন দিলালপুর উচ্চ বিদ্যালয় বনাম নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। 

নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃঞ্চ পাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ- সহ পরিচালক শাহাদাত হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সদস্য কামরুল হাসান জুয়েল ও সদস্য অধ্যাপিকা নাজমা বেগম। 

মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আফিন্দি নুরুল ইসলাম, বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক অধ্যাপক আবু তাহের সাগর, নান্দাইল রোড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি রেবেকা ইসলাম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাশঁহাটি লোকজ সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক মো. ফখর উদ্দিন ভূইঁয়া। 

বিতর্ক প্রতিযোগিতায় দিলালপুর উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়েছে এবং শেষ বক্তা হয়েছে দলনেতা দিলালপুর উচ্চ বিদ্যালয় মারজিয়া আক্তার মাহিয়া। 

পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বিতর্ক এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত