রাত পোহালেই টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম।
সোমবার (২০ মে) সকালে উপজেলা অডিটোরিয়াম থেকে কেন্দ্রে কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। তবে নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে ব্যালট পেপার।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন ও বিএনপির একজনসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুইজন প্রার্থী নির্বাচন থেকে বিরতি রয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন- আমরা নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের ১ লক্ষ ৬৯ হাজার ৫১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।