সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ভূঞাপুর উপজেলা নির্বাচনে জামানত হারালেন ৭ প্রার্থী
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ২:৫৩ PM
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারালেন ৭ প্রার্থী। তাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন।

জামানত হারানো প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত (মোটরসাইকেল প্রতীক), ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা (আনারস প্রতীক) ও ভূঞাপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া প্রতীক)। 

ভাইস চেয়ারম্যান পদে জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী খান (মাইক প্রতীক) ও মোঃ খোরশেদ আলম (টিয়াপাখি প্রতীক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস-চেয়ারম্যান হোসনেআরা বেবী (কলস প্রতীক) ও মঞ্জুয়ারা (পদ্মফুল প্রতীক)।

সূত্রমতে, কাস্টিং ভোটের সাড়ে ১২ শতাংশ না পেলে জামানত হারাতে হয়। এবার চেয়ারম্যান পদে মোট ভোট কাস্ট হয়েছে ৪১ হাজার ৪৫৯ ভোট। এরমধ্যে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত ৪৫১ ভোট, তাহেরুল ইসলাম তোতা ১৮৫ ভোট ও মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু পেয়েছেন ৩ হাজার ১০৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট কাস্ট হয়েছে ৪১ হাজার ৫০০ ভোট। এরমধ্যে ওয়াজেদ আলী খান ১ হাজার ১৭৬ ভোট ও খোরশেদ আলম ৭৩২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট কাস্ট হয়েছে ৪১ হাজার ৪৭৬ ভোট। এরমধ্যে হোসনেআরা বেবী ৫১২৬ ভোট ও মঞ্জুয়ারা ২৭৮৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান পদে নার্গিস বেগম ৩০৩৬৪ ভোট, ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম বাবু ২৮৬২৫ ভোট এবং মোছাঃ সাদিয়া আফরিন খানম লোপা ১৬৯৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত