সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
উজিরপুরে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে মতবিনিময় সভা
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৩:২৪ PM
উজিরপুরে বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে " স্মার্ট বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক "সার্বজনীন পেনশন স্কীম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৩ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বরিশাল জেলার তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) মোঃ রিয়াদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের, উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার,  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুমসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ ।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন আগামী ২০৪১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নতি হয়ে স্মার্ট বাংলাদেশ প্রবেশ করবে দেশ। আর এ উদ্দেশ্যেকে সামনে রেখে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। 

এর আওতায় ,সরকারি, বেসরকারি, প্রবাসী, মধ্যবিত্ত, নিন্ন মধ্যবিত্ত, কৃষক,শ্রমিক, জেলে, তাতী, কামার, কুমার, সকল শ্রেনী পেশার মানুষ বৃদ্ধ বয়সে এবং পরিবারের ক্লান্তি লগ্নে সার্বজনীন পেনশন স্কীমের সুবিধা ভোগ করতে পারে একটি নির্ধারিত সঞ্চয়ের মাধ্যমে নিজে ও পরিবারকে  প্রতিষ্ঠিত করার একটি প্রকল্প।এটি একটি আর্থসামাজিক প্রকল্প। 

প্রবাসীদের জন্য প্রেরিত চাদার ২.৫ শতাংশ প্রনদনা পাওয়ার সুযোগ রয়েছে। এটি আয়কর মুক্ত।  এই স্কিমের আওতায় ১৮ বছর হইতে ৫০ বছর পর্যন্ত সকল নাগরিক জাতীয় পরিচয় পত্রের ভিত্তিতে একটি নির্দিষ্ট মুল্যমানের চাদা দাতা হিসেবে সার্বজনীন পেনশন স্কীমে আংশগ্রহন করতে পারবে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলীর সভাপতিত্বে তামাক দ্রব্য  নিয়ন্ত্রণ বিষয়ক ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত