সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ৫ বারের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস (৮০) প্রকাশ ইলিয়াছ চেয়ারম্যান এর কুলখানি শনিবার মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
কুলখানি উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বাদ জোহর মোনাজাতের আয়োজন করা হয়। ফেনী জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, চরমজলিস পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু, চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক হিরণ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মরহুমের পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজনসহ গণ্যমান্য ব্যক্তিরা মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য! ১৯ মে (রবিবার) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।