রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ব্যাহত
কাহালু (বগুড়া) বগুড়ার
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ৫:০৯ PM
কাহালু উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের  চিকিৎসক সল্পতায় ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা।সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে রোগীরা দেখেন বিশেজ্ঞ চিকিৎসক নাই, ঔষধ লিখছেন চিকিৎসকের সহকারীরা। ফলে কাহালু উপজেলা বাসী বঞ্চিত হচ্ছেন কাঙ্খিত চিকিৎসা সেবা হতে।

হাসপাতাল ডিস্পিনসারিতে সরকারী বরাদ্দের ঔষধ থাকলেও রোগীদের তা না দিয়ে,বাজার থেকে ক্রয় করে নিতে বলছেন কর্তব্যরত চিকিৎসকে সহকারীগণ।

 স্বাস্থ্য  কমপ্লেক্সের  জরুরী বিভাগে ২৪ ঘন্টায় একজন চিকিৎস থাকার নিয়ম থাকলেও  গত রোববার (২৬ মে),উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরী বিভাগে গিয়ে কোন চিকিৎসকে পাওয়া যায়নি। ঐ রুমেই একজন চিকিৎসকের সহকারীকে বহিঃ বিভাগের রোগীদের দেখছেন এবং ব্যবস্থা পত্র লিখছেন। 

উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের  প্রত্যেক বিভাগের (কক্ষে) একজন করে বিশেজ্ঞ চিকিৎসক থাকার কথা কিন্তু এসময়,  কমপ্লেক্সের ২৭, ২৮,২৯,৩০ ও ৩১ নং কক্ষে কোন বিশেজ্ঞ চিকিৎসকের দেখা মিলেনি। বিশেজ্ঞদের স্থলে ঐসব রুমে বসে চিকিৎসকদের সহকারীরা চিকিৎসা ও রোগীদের ব্যবস্থা পত্র দিচ্ছেন। জানাগেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নিল রতন দেব বেশ কিছুদিন হলো বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঢাকা,রাজশাহী ও বগুড়াতে অবস্থান করছেন। 

স্থাস্থ্য  কমপ্লেক্সের  অফিস সহকারী (প্রধান)) আজিজুল হকের সাথে কথা বলা হলে, তিনি বলেন গত মার্চ মাসে এক সঙ্গে ৮ জন চিকিৎসক বদলী হয়ে অন্যত্র চলে গেছেন। কনসালটেন্ট চিকিৎসকে ২৯ পদ থাকলেও বর্তমানে স্বাস্থ্য  কমপ্লেক্সের চিকিৎস আছেন মাত্র ৬ জন। এর মধ্যে উপস্থিত মাত্র ৩ জন চিকিৎসক। সকাল ৯ টার মধ্যে স্বাস্থ্য  কমপ্লেক্সের  চিকিৎসকদের উপস্থিত হওয়ার নির্দেশনা থাকলে মানা হচ্ছেনা সে নিয়ম।

এদিকে জরুরী বিভাগে দুর্ঘটনাসহ এমারজেন্সী কোন রোগী আস্লে তাদের কোন চিকিৎসা বা পরামশ্ব না দিয়েই বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্থানে প্রেরণ করে থাকেন। ফলে রোগীর আত্নীয়-স্বজনদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নীল রতন দেব এর সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।



       
                           
                                                                                       
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত