সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেশবপুরে ছাগলের দৌড় প্রতিযোগিতা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১২:৪১ PM
যশোরের কেশবপুরে এবার ছাগলের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, এমনকি  প্রতিযোগিতার কথা সবাই আমরা সবাই জানি। কিন্তু পোষা ছাগলের দৌড় প্রতিযোগিতা এই প্রথম অনুষ্ঠিত হলো।

গত শুক্রবার বিকেলে এমন ব্যতিক্রম প্রতিযোগিতার আয়োজন করা হয় যশোরের কেশবপুরে। ছাগলের দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানে নারী পুরুষসহ হাজার হাজার মানুষের ভিড় লক্ষ করা যায়। এলাকাবাসীকে বিনোদন দিতে উপজেলার আটন্ডা গ্রামের যুবসমাজ এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এলাকায় প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার অন্তত ৩০টি পোষা ছাগল। অনুষ্ঠানে ছাগল মালিকদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের সহায়তায় পাঁচটি ধাপে ছাগলের দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় আটন্ডা গ্রামের সাইফুল্লাহ ছাগল প্রথম, আব্দুর রহিমের ছাগল দ্বিতীয় ও রিফাত হোসেনের ছাগল তৃতীয় স্থান অধিকার করে। উপজেলার আটন্ডা এলাকার হাসিবুল হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলঅকার সমাজ সেবক ফেরদৌস রহমান। 

ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখতে আসা অনেকেই বলেন, এবারই প্রথম ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখলাম। গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনেক আয়োজন আমাদেও মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে। মানুষকে বিনোদন দেওয়ার জন্য এমন আয়োজন ধরে রাখা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগটি খুবই ভালো লেগেছে। 

বিজয়ী ছাগলের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজক কমিটির সভাপতি হাসিবুল হাসান শান্ত বলেন, এলাকার মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য এমন ব্যতিক্রম ছাগলের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতেও এলাকাবাসীকে বিনোদন দিতে এমন আয়োজন অব্যাহত থাকবে। 

                                                                 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত