রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সিংড়ায় অসুস্থ বাজপাখি উদ্ধার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৬:০৩ PM
নাটোরের সিংড়ায় পরিবেশ কর্মী ও সাংবাদিকদের সহায়তায় উদ্ধার হলো একটি আহত বাজপাখি। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিসে সুচিকিৎসা দেয়া হয়।

শুক্রবার (৩১ মে ২০২৪) সকাল ১১ টায় সিংড়া বাসস্ট্যান্ডে বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লেগে পড়ে যায় বাজপাখিটি। পরে খবর পেয়ে সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিন খান ও পরিবেশ কর্মী মাসুদ রানা বাজপাখি উদ্ধার করে সিংড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তারের পরামর্শে সুচিকিৎসা দেয়া হয়েছে। 

সিংড়া মডেল প্রেসক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, রিমালের কারনে হয়তো পাখিটি ক্ষতিগ্রস্ত ছিলো। শারীরিকভাবে সে দুর্বল। বৈদ্যুতিক তারে বারি খেয়ে পাখিটি পড়ে যায়। পাখিটি উদ্ধার করে সুচিকিৎসা দেয়া হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করে দেয়া হবে।

সাংবাদিক ও পরিবেশ কর্মী রবিন খান বলেন, সিংড়া জীববৈচিত্র্য রক্ষায় আমরা তরুণরা কাজ করছি আমরা আমাদের সিংড়ায় কোন পাখি শিকারীকে পাখি শিকার করতে দেইনা বিভিন্ন সময়ে জীববৈচিত্র রক্ষায় প্রচারণা চালাই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত