বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
দুর্গাপুরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪, ৬:৫৪ PM
নেত্রকোনার দুর্গাপুরে বিজয়পুর সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে গোসলে নেমে সুমন মিয়া (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

রবিবার (০২ জুন) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানার গরগরিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার পরিবারের সঙ্গে পর্যটন এলাকা দুর্গাপুরের সাদামাটির পাহাড় ঘুরতে এসেছিল সুমন। প্রায় ২৫ জনের মতো লোকজন ছিল তাঁরা। রবিবার দুপুরের দিকে বিজয়পুর সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে গোসল করতে নেমেছিল সুমনসহ আরো কয়েকজন। সাঁতার না পারায় গোসলের একপর্যায়ে পানির নিচে তলিয়ে যায় সুমন। এ দৃশ্য দেখে চিৎকার শুরু করে তাঁর সঙ্গে পানিতে নামা লোকজন। পরে সুমনকে খোঁজখোঁজির শুরু করলে আধাঘন্টা পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান,হাসপাতালে লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত