মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেল চোর, পরে যা ঘটলো!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ১২:২৮ PM
চুরি করতে মালিকের ঘরে ঢুকেন চোর। সবকিছু পছন্দ মতো হাতিয়েও নেন। তবে এত বেশি জিনিস নেয়ার চেষ্টা করেন যে একপর্যায়ে অবসাদগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়েন তিনি। 

অবসাদের কারণে ঘুম ভালো হওয়ায় একবারে সকাল বেলায় ঘুম ভাঙে। তবে ঘুম থেকে উঠে তিনি যা দেখন, তার জন্য অবশ্য মোটেও প্রস্তুত ছিলেন না। তাই নিজের চারদিকে পুলিশ দেখে রীতিমতো ভড়কে যান তিনি।

ভারতের উত্তপ্রদেশের লখনুর গাজীপুর থানার ইন্দিরা নগরে এই ঘটনা ঘটেছে। সোমবার (৩ জুন) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম

প্রতিবেদন অনুযায়ী, ওই বাড়ির মালিক সুনীল পান্ডে। পেশায় তিনি একজন চিকিৎসক। বলরামপুর হাসপাতালে কর্মরত সুনীল এখন বারাণসীতে থাকেন। তাই বাড়িটি খালিই ছিল। এই সুযোগে বাড়িতে হানা দেয় চোর।

তবে দরজা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতরে উঁকি দিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। ঘরের ভেতরে চারপাশে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে দেখতে পেয়ে পুলিশ ডাকেন।

এরপর পুলিশ আসলে চোরকে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় পায়। ওই চোরের নাম কপিল। তাকে চুরির অভিযোগে প্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর থানার হাউস অফিসার (এসএইচও) বিকাশ রায় বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ঘরের আলমারির তালা ভাঙা হয়েছে। নগদ টাকাসহ সবকিছু নিয়ে গেছে। এমনকি বেসিন, গ্যাস সিলিন্ডার ও পানির পাম্প চুরি করার চেষ্টা করেছিল চোর। তবে ব্যাটারি খোলার চেষ্টা করার সময় কপিল অবসাদপ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত