শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
চোখ-মুখ-ঠোঁটের এই অবস্থার কারণ জানালেন উরফি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১২:২০ AM
বরবরের মতোই নিজের উদ্ভট পোশাক পরিচ্ছেদের কারণে বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। তার যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ভিন্নতা আসছে তার ভাইরাল ছবিতে।
উরফি জাভেদ

উরফি জাভেদ


উরফি মানেই নিত্যনতুন চমক। তার অনুসারীর সংখ্যাও কম না। সোশ্যাল মিডিয়ায় যেকোনো ছবি পোস্ট করলেই হুমড়ি খেয়ে পড়েন তারা। 
উরফি জাভেদ

উরফি জাভেদ

তবে এবার যেন উরফি ভক্তদের একটু চমকে যেতে হলো। ঘুম থেকে উঠেই মেকআপ ছাড়া কিছু ছবি তুলেছেন তিনি। যেখানে  চোখ-মুখ-ঠোঁট ফোলা, লাল অবস্থায় দেখা মেলেছে মডেলের। 



ছবিগুলো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন, হঠাৎ কী হলো এই ইন্টারনেট সেনসেশনের? যেই প্রশ্নের উত্তর উরফি নিজেই জানিয়েছেন। 

উরফি জাভেদ

উরফি জাভেদ



অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার মুখ নিয়ে প্রচুর মন্তব্য শুনছি। অনেকে ভাবছেন মুখে ফিলার করিয়েছি। তবে এটি সত্য নয়। আমার অ্যালার্জি আছে, যে কারণে মুখ বেশিরভাগ সময় ফুলে থাকে। দু'দিন অন্তর ঘুম থেকে উঠে দেখি মুখ ফুলে আছে। এজন্যেই আমি সব সময় চরম অস্বস্তিতে থাকি।’
উরফি জাভেদ

উরফি জাভেদ


উরফি আরও লেখেন, ‘এটা ফিলার না বন্ধুরা, এটা অ্যালার্জি। আমার ইমিউনোথেরাপি চলছে, কিন্তু এরপর যদি আমার মুখ ফোলা দেখেন, জানবেন যে আমি সেই খারাপ অ্যালার্জি দিনের মধ্যে দিয়ে যাচ্ছি।’

এই মডেল বলেন, ‘আমি আমার স্বাভাবিক ফিলার এবং বোটক্স ছাড়া আর কিছুই করতে পারিনি। এটা ১৮ বছর বয়স থেকে করে আসছি। আমার মুখ ফোলা দেখলে, আর ফিলার না করার পরামর্শ দেবেন না দয়া করে। শুধু সহানুভূতিই যথেষ্ট।’ 
উরফি জাভেদ

উরফি জাভেদ

সর্বদাই সংবাদের শিরোনামে থাকেন উরফি জাভেদ। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি। 

কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোষাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। তার পোশাক থেকে বাদ যায় না অনেক বস্তু, পণ্যও। 
উরফি জাভেদ

উরফি জাভেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত