বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
রায়পুরায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৪:২০ PM
নরসিংদীর রায়পুরায় অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র AK-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ হামিম হোসেন ফাহিম নামে এক জনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। 

বৃহস্পতিবার সকাল ১০ টায় রায়পুরা থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান এএসপি সার্কেল আফসান আল আলম

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৫ জুন) দুপুর ১৩.৪৫ ঘটিকায় রায়পুরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাফায়েত হোসেন পলাশ এর নেতৃত্বে এসআই রকিবুল ইসলাম ও সংগীয় ফোর্স সহ রায়পুরা থানার একটি চৌকস দল ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া নামক স্থানে এই অভিযান পরিচালনা করেন। 

এসময় জনৈক কাউছার খন্দকারের রডের গোডাউনের পাশে মোর্শেদ এর মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ভৈরব-ঢাকা রুটের ঢাকাগামী নওমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিম উরফে আরিফ নামের এক ব্যক্তির নিকট হতে এসব অস্ত্র ও গুলি পাওয়া পাওয়া যায়। এছাড়াও ধৃত আসামীর নিকট হতে ১ টি ব্যাগ, ৩ টি মোবাইল ফোন, ২ টি সিম কার্ড, নগদ ১০,০২০ টাকা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়। 

হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ পিরোজপুর জেলার নেসারাবাদ থানার মো: সেলিম হোসেনের ছেলে। বর্তমানে সে নেত্রকোনার দেওপুর বাসা পাড়া এলাকায় থাকতো। 

ধৃত আসামীর বিরুদ্ধে বৃহস্পতিবার (৬জুন) অস্ত্র আইনে মামল রুজু করা হয়। পরে আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত