শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
স্বামীর ফার্মেসীর ভেতর থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৪:০৪ PM
গাজীপুরের শ্রীপুরে স্বামীর ফার্মেসীর ভেতর থেকে স্ত্রী রেহেনার (২৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (৭ জুন) দিবাগত রাত ১১ টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশে মোস্তফা কামাল মার্কেটের মোল্লা ফার্মেসী থেকে লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহত গৃহবধু রেহেনা (২৭) নড়াইল জেলার কালিয়া উপজেলার কিবরিয়ার স্ত্রী এবং গোপালগঞ্জ জেলা সদর এলাকার ইদ্রিস আলী ভূঁইয়ার মেয়ে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী কিবরিয়া পলাতক রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান শুক্রবার রাত পৌণে ১১ টায় স্থানীয় লোকজন মার্কেটের মোল্লা ফার্মেসীর শাটারের নিচ দিয়ে টর্চ লাইটের আলোতে ভিকটিমের মরদেহ দেখতে পায়। শ্রীপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে। গত অনুমান ৭/৮ মাস পূর্বে মুলাইদ এলাকার মোস্তফার বাসা ভাড়া নিয়ে রেহেনা স্বামীর সাথে বসবাস করে আসছিল।

পরবর্তীতে ২/৩ মাস পূর্বে স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিয়ে দোকান ভাড়া নিয়ে কিবরিয়া একাই দোকানে থাকতো এবং ফার্মেসি পরিচালনা করে আসছিল। গত তিনদিন পূর্বে রেহেনা তার স্বামীর কাছে আসে। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের পাশেই একটি বটি পড়ে ছিল।

মার্কেট মালিক মোস্তফা কামাল বলেন, কিবরিয়া তার স্ত্রীকে নিয়ে ফার্মেসির ভেতর থাকতেন। তিন দিন আগে স্ত্রী রেহেনা এখানে আসেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আরো বলেন, নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রীকে বটি দিয়ে জবাই করে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত