শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ঘুরে দাঁড়ালো শ্রীপুর নবারুন ক্লাব
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৪:১০ PM
ক্রীড়া নৈপুণ্য ছাড়াও গঠণমূলক আলোচনা, আড্ডা, সেমিনার সিম্পোজিয়ামে শ্রীপুরের সাংষ্কৃতিক অঙ্গণ মুখরিত করে রাখত গাজীপুরের ঐতিহ্যবাহী “শ্রীপুর নবারুন ক্লাব”। 

দীর্ঘ সময় বিরতির পর আকষ্মিক বেশিরভাগ সদস্যদের উপস্থিতি ক্লাবে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনে। শনিবার (০৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে শ্রীপুর নবারুণ ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা মিলনেমলায় পরিণত হয়।

ক্লাবের নতুন কার্যকরী পরিষদের সভাপতি ফরিদ আহমেদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল হাসান জিকুর সঞ্চালনায় ক্লাবের সদস্যরা তাঁদের স্মৃতি রোমন্থন করেন। বক্তারা ভবিষ্যতে ক্লাব নিয়ে তাঁদের পরিকল্পনা ও আশা আকাঙ্খার কথা ব্যক্ত করেন।

ভবিষ্যতের দিনগুলোতে ক্লাবের ঐতিহ্যকে অনুসরণ করে সামাজিক-সাংষ্কৃতিক কর্ম সম্পাদনের জন্য সকল সদস্যগণ নিজেদেরকে নতুন কমিটির নেতৃত্বে গতিশীল রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্লাবের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির সরকার ক্লাবের প্রয়াত ৩৯ জন সদস্যের নামসহ বিবরণী প্রকাশ করেন। এসময় নিহত এবং অসুস্থ সদস্যদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। হুমায়ুন কবির সরকার ক্লাবের সকল সদস্যদের নামোল্লেখ করে মহান মুক্তিযুদ্ধ, রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে ওইসব সদস্যদের পারিবারিক ভূমিকার কথা স্মরণ করে শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ক্রীড়া নৈপুণ্য ছাড়াও গঠণমূলক আলোচনা, আড্ডা, সেমিনার সিম্পোজিয়ামে মুখরিত করে রাখত শ্রীপুরের সাংষ্কৃতিক অঙ্গণ। ধারাবাহিকতা বাজায় রাখতে না পেরে ক্লাবটি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়। অবশেষে ফরিদ-জিকুর নেতৃত্বে, জ্যেষ্ঠ ও সক্রিয় সদস্যদের ভূমিকায় ক্লাবটি ঘুড়ে দাঁড়িয়ে যায়।

প্রসঙ্গত, ক্রীড়া ও সাংষ্কৃতিক কার্যক্রম ত্বরান্বিত করতে ১৯৭৮ সনে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সমাজকল্যান মন্ত্রণালয়ের নিবন্ধন নিয়ে শ্রীপুরে উল্লেখযোগ্য সংখ্যক জনকল্যাণমুখী সাংষ্কৃতিক, ধর্মীয়, সামাজিক কার্যক্রম পরিবেশন করে আসছে। এতে বিশেষ করে শ্রীপুরের সাংষ্কৃতিক অঙ্গণ দেশব্যাপী পরিচিতি লাভ করে। রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শ্রীপুরের সকল কমিউনিটির লোকজন ক্লাবটির সাথে নিজেদের সম্পৃক্ততা বৃদ্ধি করেন। ফলে ক্লাবটি বিস্তৃত পরিসরে জায়গা করে নেয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত