শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
নালিতাবাড়ীতে ভ্রাম‍্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৭:০৯ PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর নাকুগাঁও ব্রীজ সীমানায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম‍্যমান আদালতে ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা গেছে, শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও ব্রীজ সংলগ্ন এলাকায় ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এসময় সেখানে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করে নয়াবিল এলাকার আসামী আকরাম (৪৮) ও মোঃ মালেক (৪০) কে ৩  মাস করে এবং বেলুয়া পাড়া, নয়াবিল এলাকার আব্দুল জলিল (৩৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ সাজা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ রানা। পরে আসামীগণকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

এ ব‍্যাপারে নালিতাবাড়ীর মাসুদ রানা বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত