প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা ভারতরত্ন লালকৃষ্ণ (এলকে) আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার আদভানির বাসায় যান শেখ হাসিনা। আদভানির মেয়ে প্রতিভা আদভানিও সেখানে ছিলেন। টানা তৃতীয় মেয়াদে ভারতের সরকারপ্রধান হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান উপলক্ষে শনিবার দিল্লিতে পৌঁছান বাংলাদেশ সরকারপ্রধান। রোববার সন্ধ্যায় ওই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবার আগে দিল্লিতে পা রাখেন। জাঁকজমকপূর্ণ সেই আয়োজনের আগে ক্ষমতাসীন বিজেপির প্রবীণ নেতার সঙ্গে সাক্ষাত করলেন তিনি।
৯৭ বছর বয়সী আদভানি বিজেপির সহপ্রতিষ্ঠাতা। বিজেপি প্রতিষ্ঠার বছর ১৯৮০ সালে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।
বিজেপির আরেক প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মেয়াদে (১৯৯৯-২০০৪) আদভানি উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আদভানির এই দলই নরেন্দ্র মোদীর নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদে ভারতে সরকার গঠন করছে। বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয় হয়েছে এবারের লোকসভা নির্বাচনে। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে জোট হিসেবে এনডিএ পেয়েছে ২৯৩ আসন। আর দল হিসেবে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি।
সরকারগঠনের জন্য লোকসভায় ২৭২টি আসন প্রয়োজন হয়। সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট শরিকদের নিয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। নির্বাচনে জয় পেয়ে নরেন্দ্র মোদী দলের প্রবীণ নেতা আদভানি, জ্যেষ্ঠ আরেক নেতা মুরলি মানোহর জোসির সঙ্গেও সাক্ষাৎ করেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শপথ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণে শপথের আগের দিন শনিবার দিল্লি পৌঁছান বাংলাদেশ সরকারপ্রধান।