ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১২নং সেক্টর প্রিয়াংকা সিটি এলাকা থেকে মানবপাচারের শিকার পাঁচ ভিকটিমকে উদ্ধার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
আজ (০৯ জুন) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর জানান, খাগড়াছড়ির পানছড়ি উপজেলা থেকে দুই নারী ভিকটিম নিখোজ হওয়ার ঘটনায় পানছড়ি থানায় জিডি করলে পুলিশ সুপারের নির্দেশে পানছড়ি থানা পুলিশের অভিযানিক একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা এলাকায় সুমি চাকমা (হেলি) ও চীনা নাগরিক XIAO.SHUHUI এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে পানছড়ি থেকে নিখোঁজ হওয়া দুই ভিকটিম সহ পাচঁজনকে উদ্ধার ও মানবপাচারকারী চক্রের সদস্য চীনা নাগরিক XIAO.SHUHUI কে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার মুক্তা ধর আরো জনান, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন এলাকা হতে ভিকটিমদেরকে চীনে নেওয়ার প্রলোভন দেখিয়ে পরিবারের অগোচরে ঢাকায় এনে তাদেরকে বিদেশে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিজ ভাড়া বাসায় আটক করে রাখে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পানছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।
সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে গ্রেফতারের জন্য চীনা নাগরিক XIAO.SHUHUI কে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এই চক্রে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য আভিযানিক টিম কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।