ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনী পাড়া হাফেজ আবদুর রশিদ বাড়ি জামে মসজিদে আযান দিতে গিয়ে বজ্রপাতের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ছায়েদ উল্যাহ (৫০) নামের এ মুসল্লীর মৃত্যু হয়।
ছায়েদ উল্যাহ চরচান্দিয়া ইউনিয়নের হাফেজ আবদুর রশিদ বাড়ির মোহাম্মদ হোসেনের বড় ছেলে।
পারিবারিক সূত্রে ও স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১ টায় মসজিদের মুয়াজ্জিন না থাকায় ছায়েদ উল্যাহ আযান দিতে যায়। আযানের ধ্বনির মাঝ খানে আর কোন শব্দ না আসায় প্রতিবেশী কাওসার ও চালক সারোয়ার এগিয়ে যায়। মসজিদের ভিতরে গিয়ে দেখে মসজিদের মাক্রোফোন ছায়েদ এর বুকের উপর ছায়েদ শুয়ে আছে। এসময় কাওছার ছায়েদকে স্পর্শ করলে কাওছার কেও শর্ট করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে বজ্রপাতে আইপিএস থেকে শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার সাদিকুল করিম আরাফাত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে মৃত তাকে ঘোষণা করা হয়। পরিবারের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে বজ্রপাতের সময় বজ্রপাতের শক্তি আইপিএস উপর প্রভাবিত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।