টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ মান্নান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা মূলবাড়ী দক্ষিণপাড়া এ ঘটনা ঘটে। নিহত মান্নান ঐ গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আব্দুল মান্নান পেশায় একজন কৃষক। রবিবার দুপুরে পুকুরচালা জহুরুল ইসলাম আকন্দ মেম্বারের বাড়ির পশ্চিম পাশে নিজস্ব কলাবাগানে পানি দেওয়ার সময় অসাবধানতা বশত মটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে নিহতের পরিবার তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।