রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
৩ মেয়েসহ সেই গৃহবধূ নিখোঁজ ছিলেন ‘প্রেমের টানে’!
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪, ৮:৫৫ PM আপডেট: ০৯.০৬.২০২৪ ৯:১৫ PM
বাবার বাড়ি থেকে আখাউড়ায় স্বামীর বাড়িতে যাওয়ার পথে তিন মেয়েসহ নিখোঁজ গৃহবধূ খালেদা আক্তার রিতুকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার সকালে বগুড়া সদর থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় রিতুর সঙ্গে থাকা মেহেদী হাসান নামে এক তরুণকেও আটক করা হয়েছে। আটক তরুণের সঙ্গে গৃহবধূ খালেদা আক্তার রিতুর প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানায় পুলিশ। 

ওসি মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ মাস ধরে মোবাইল ফোনে বগুড়ার বাসিন্দা মেহেদী হাসান নামে এক তরুণের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার মেহেদী ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। একই দিন ওই গৃহবধূ তিন মেয়েকে নিয়ে বাবা বাড়ি থেকে আখাউড়ায় স্বামীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। পরে মেহেদীর সঙ্গে বগুড়ায় চলে যান তিনি। 
এদিকে নিখোঁজের ঘটনায় শনিবার বিকেলে বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে তদন্তের একপর্যায়ে পুলিশ তাদের বগুড়া থেকে উদ্ধার করে। প্রেমিক মেহেদী ও নিখোঁজ তিন মেয়েসহ গৃহবধূ পুলিশের হেফাজতে রয়েছে।

রিতুর বাবা আব্দুল আউয়াল ভুঁইয়া বলেন, ‘সকালে আমার মেয়ে ও নাতনিদের বগুড়ায় একটি বাড়িতে পাওয়া গেছে। ফোনে আমার বড় নাতনির সঙ্গে কথা বলেছি। পুলিশের সঙ্গে আমাদের লোকজন আছে। তারা বগুড়া থেকে রওনা দিয়েছে। তবে তাদের সঙ্গে থাকা ওই ছেলের সম্পর্কে আমার ধারণা নেই।’

খালেদা আক্তার রিতুর স্বামী আতাউর রহমান ভুঁইয়া বলেন, ‘আমার স্ত্রী ও মেয়েদেরকে বগুড়ায় পাওয়া গেছে। পুলিশের সঙ্গে আমার ছোট ভাই রয়েছে। তারা বগুড়া থেকে রওনা দিয়েছে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত