শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
ঘোড়াঘাটে স্কুল চলাকালীন শিক্ষক অনুপস্থিত, ৪ শিক্ষককে তলব
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১:৪৬ PM
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন শিক্ষক অনুপস্থিত, সরেজমিন পরিদর্শন, ব্যাখ্যা চেয়ে ৪ শিক্ষককে তলব। 

ঘড়ির কাটায় সময় সময় সকাল ৯টা ৪৫।ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছাড়া অনুপস্থিত ছিল ৪ জন শিক্ষক। পাঠদান শুরু হলেও শিক্ষক না থাকায় খেলাধূলায় ব্যস্ত ছিল কচিকাচা শিক্ষার্থীরা। 

সোমবার (১০ জুন) সকালে বিদ্যালয়টিতে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল। পরিদর্শনে ধরা পড়ে শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টি।

এ ঘটনায় অনুপস্থিত থাকা ৪ শিক্ষককে ওই দিন  ব্যাখ্যা চেয়ে তলব করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়।ব্যাখ্যা তলবের চিঠিতে আগামী ১৬ জুনের মধ্যে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ উর্ধ্বতন কর্মকর্তা বরাবর কেন পাঠানো হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ঘোড়াঘাট পৌরসভার লালমাটি-শ্যামপুর গ্রামে অবস্থিত। অনুপস্থিত থাকা ওই চার শিক্ষক হলেন, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিউলি খাতুন, ফাতেমা খাতুন, শাহিন আকতার এবং এসএম জাভেদ। এদের মধ্যে শিউলি বেগম ছুটিতে ছিলেন বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক এনামুল হক।

ঘোড়াঘাট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল জানান, বিদ্যালয়টির সহকারী শিক্ষক কৃষ্ণা ব্যতিত বাকি শিক্ষকরা অনুপস্থিত ছিলেন। বিদ্যালয় চলাকালীন অনুপস্থিত থাকার অনিয়মের কারণে সরকারী কর্মচারী বিধিমালা ২০১৯ এর ৪ ধারা এর উপবিধি (১) অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। নির্দিষ্ট সময়ে তারা তাদের ব্যাখ্যা প্রদান করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত