শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: মাছ ও সরঞ্জাম জব্দ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:১৭ PM
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন জোংড়া টহল ফাঁড়ির বড় বস্তা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ।

শুক্রবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় চাঁদপাই রেঞ্জের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩ মণ বিষ প্রয়োগে ধরা চিংড়ি ও সাদা মাছ, ৫টি বিষের বোতল, ৬টি ডিঙি নৌকা, ৫টি টোনা জাল এবং বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দকৃত মাছ বিজ্ঞ দাকোপ বন আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়েছে। তবে এ অভিযানে কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত