ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের তিন শিশু সন্তানের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার রামকৃঞ্চপুর গ্রামের মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮) মুন্নাফের ভাই রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও ছেলে মেহেদী (৬)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টা দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির পাশে পুকুরের পাড়ে খেজুর গাছ থেকে পানিতে খেজুর পড়ে। সেই খেজুর কুড়াতে গিয়ে তিন শিশুই পানিতে পড়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন সেখান দিয়ে যাবার সময় পুকুরের পানিতে এক শিশুকে ভাসতে দেখে পান। পরে পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া নেয়া হচ্ছে।