টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্সপ্রাপ্ত ৩৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ জুন) সকালে অনলাইন ভিত্তিক স্থানীয় সামাজিক সেবামূলক, সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘প্রতিভা যুব ও ছাত্র সংগঠন’ এর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইব্রাহীম খাঁ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খানম (লোপা), সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া, ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার খান, ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু, বিশিষ্ট লেখক আলী রেজা, পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার খান, শিক্ষক সামসুল হক সবুজ, সংগঠনের উপদেষ্টা শাহ আলম সরকার, প্রভাতী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এমকে হাতেম আলী প্রমুখ।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজওয়ানুল করিম রানা, সভাপতি নাঈম হাসান, সহ-সভাপতি জুবায়ের হাসান রুমন ডঃ মাহমুদুল হাসান শাকিল, সাধারণ সম্পাদক ইমন সাদিক সুজন, যুগ্ম সম্পাদক ইয়ামিন ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক কাজল সূত্রধর সহ সাংবাদিক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সংগঠনের সদস্য রিফাত তালুকদার ও আমিনা ইসলাম লিপি।