শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
কুষ্টিয়ায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২১৪২৭ জন
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৩:২৮ PM
এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা কাল রবিবার সারাদেশে একসাথে শুরু হচ্ছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সুত্রে জানা গেছে, এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যাবস্থাপনা ও ডিআইবএস পরীক্ষায় কুষ্টিয়া জেলায় এবার মোট পরীক্ষার্থী ২১ হাজার ৪শ ২৭ জন। 

গত বছর মোট পরীক্ষার্থী ছিলো ২০ হাজার ৪শ ৫৭ জন। কুষ্টিয়ায় মোট ৩৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৪টি ভেন্যু কেন্দ্র রয়েছে। এবার কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ৭শ ২০ জন। গত বছর মোট এইচএসসি পরীক্ষার্থী ১৩ হাজার ৯শ ২ জন। ২২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট আলিম পরীক্ষার্থী ৪শ ১২ জন। ৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর মোট আলিম পরীক্ষার্থী ৪শ ৮৭ জন। কুষ্টিয়ায় মোট এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ৪শ ৬ জন। ২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর মোট এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ৩শ ৮৯ জন। 

কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট এইচএসসি ব্যাবসা ব্যাবস্থাপনা পরীক্ষার্থী ৪ হাজার ৮শ ৮৯ জন। ১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর মোট এইচএসসি ব্যাবসা ব্যাবস্থাপনা পরীক্ষার্থী ৫ হাজার ৬শ ৭৯ জন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর বোর্ডের অধীনে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুরআন মাজিদ। 

গত ১৩ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে এক সভায় সুষ্ঠভাবে পরীক্ষা শেষ করতে সব মহলের সার্বিক সহযোগিতা চাওয়া হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য। 

এছাড়া সভায় প্রশ্নপত্র ফাসের গুজব সম্পর্কে সচেতন থাকতে এবং কোন কোচিং সেন্টার অথবা স্বার্থন্বেষী মহল এরুপ গুজব রটিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পরে সে বিষয়ে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়। সেই সাথে ২৯ জুন থেকে ১১ আগষ্ট পর্যন্ত সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত