গাজীপুরের শ্রীপুরে অর্জিত (বার্ষিক) ছুটির বকেয়া টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আনোয়ারা নীট কম্পোজিট কারখানার শ্রমিকেরা। এসময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা, মাওনা হাই এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বলে। শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকলে পুলিশ রাবার বুলেট ছুড়লে কয়েকজন শ্রমিক আহত হয়। এসমিয় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পুলিশ সফস্য আহত হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আনোয়ারা নিট কম্পোজিট কারখানার শ্রমিকেরা বকেয়া পাওনার দাবীতে এ আন্দোলন করে। বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘন্টা শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আ স ম আব্দুর নূর (৫৫) এবং কনস্টেবল ইনসান মিয়া (৩২)।
আহত শ্রমিকেরা হলেন সুইং সেকশনের জামেলা খাতুন (২৮), লিপি আক্তার (৩৪), লিজা আক্তার (২৮) ও সুমি আক্তার (২৩)।
কারখানার কাটিং সেকশনের সাদ্দাম হোসেন ও ফয়েজ মিয়া জানান, আমাদের অর্জিত (বার্ষিক) ছুটি দেয় না। ছুটি না দিলে তার পরিবর্তে বেতনের বেসিক হারে টাকা পরিশোধের নিয়ম থাকলেও কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করে না। আমরা বকেয়া ছুটির টাকা পরিশোধের দাবি জানিয়ে আসলে কর্তৃপক্ষ দেই দিচ্ছি বলে সময় পার করছে। ওই বকেয়া টাকার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ আন্দোলনরত শ্রমিকদেরকে লাঠিপেটা করে। আমরা সড়কে বিক্ষোভ করতে থাকলে পুলিশ রাবার বুলেট ছুড়লে ৪ জন শ্রমিক আহত হয়। তাঁদেরকে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার সুইং সেকশনের শ্রমিক সুরভী আক্তার এবং জমিলা খাতুন বলেন, কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত অর্জিত (বার্ষিক) ছুটির টাকা দেই-দিচ্ছি করে সময় পার করছে। ন্যায্য পাওনার জন্য আমরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি । পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে আমাদের কয়েকজন শ্রমিক আহত হয়।
বিক্ষোভকারী শ্রমিকেরা আরো জানান, আমরা সামান্য বেতনে চাকরি করি। ন্যায্য পাওনার জন্য আন্দোলন করে পুলিশের লাঠি, টিয়ারশেল ও রাবার বুলেটের আঘাতে আমাদের আহত হতে হয়েছে। দৈনিক ১০ থেকে ১২ ঘন্টা কঠোর শ্রম দিয়েও আমরা আমাদের অয়াওনা সঠিক সময়ে পাচ্ছি না। আহত চার শ্রমিককের মধ্য গুরুতর আহত জামেলা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
আনোয়ার নিট কম্পোজিট কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সায়িম বলেন, সকালে শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান নেয়। পরে তারা সঙ্গবদ্ধ হয়ে অর্জিত (বার্ষিক) ছুটির টাকা দাবি করে বিক্ষোভ করতে থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চলতি মাসে বকেয়া টাকা পরিশোধের কথা বললে তারা মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে চেয়েছিল। এসময় শ্রমিকদের একটি পক্ষ পুলিশকে লক্ষ্য করা ইটপাটকেল ছুড়তে থাকে। তাদের নিক্ষিপ্ত ইট মাথায় পড়ে শিল্প পুলিশের ইন্সপেক্টর আ স ম আব্দুর নুরের মাথা ফেটে যায়। এসময় এককজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।