রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
"অযোগ্য কোন ওসি আমি রাখবো না": সিএমপি কমিশনার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৩:২১ PM
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, "সিএমপি'র থানাগুলোতে অযোগ্য কোন ওসি আমি রাখবো না৷ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল আমার জন্য ভালো।"  

সিএমপি কমিশনার আজ (৮ জুন) সকালে দামপাড়া পুলিশ ্লাইনস্থ মাল্ডিপারপাস সেডে আয়োজিত "মিট দ্য প্রেস" অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন৷ 

সিএমপি'তে যোগদানের পর প্রথমবারের মতন সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নব নিযুক্ত কমিশনার বলেন, "চট্টগ্রাম শহরের আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। এই জন্যে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে হবে।" এসময় বাংলাদেশ বুলেটিনের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, "আমি চট্টগ্রামে জয়েন্ট করার পর সর্ব প্রথম মোবাইল ও মানুষ নিখোঁজের জিডি গুলো নিয়ে কাজ করা শুরু করেছি। 

আমি প্রতিটি থানায় নির্দেশ দিয়েছি হারানো মোবাইল ও মানুষদেরকে উদ্ধার করতে হবে৷ এসব হারানো মোবাইল কিংবা কোন নিখোঁজ ব্যক্তি দীর্ঘদিন পরও উদ্ধার না হয় তাহলে দ্বায়িত্বপ্রাপ্ত অফিসারকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। মোবাইল ছিনতাই হলে সেটিকে হারানো দেখিয়ে জিডি নেয়ার সুযোগ নেই, এমনটা হলে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ থাকে ।"  

এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, "আমি নিয়মিত থানাগুলোতে আকস্মিক ভিজিটে যাবো৷ সেই সাথে থানা ওয়ারি কর্মকাণ্ড ব্যক্তিগতভাবে মনিটরিং করবো৷ যদি কোন ওসি'র কর্মকাণ্ড সন্তোষজনক না হয় তাহলে তাদেরকে আমি সেই দ্বায়িত্বে রাখবো না৷ আমি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল নিয়ে কাজ করবো। কোন অযোগ্য ওসি আমি দ্বায়িত্বে রাখবো না।"

এসময় সাংবাদিকরা সিএমপির থানাগুলোতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে বেশির ভাগ থানার ওসিদের অসহযোগিতা এবং সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার প্রবণতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নবাগত কমিশনার সাইফুল ইসলাম বলেন, "আপনারা এমন পরিস্থিতির শিকার হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। সাংবাদিকদের জন্য আমার দরজা সার্বক্ষণিক খোলা থাকবে৷"

মিট দ্য প্রেসে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে নিখোঁজ বিজ্ঞপ্তির নামে গুজব ছড়ানো হয়েছে৷ প্রকৃত নিখোঁজের সংখ্যা উল্লিখিত সংখ্যার চেয়ে অনেক কম৷ ইতিমধ্যে নিখোঁজ অনেকের খোঁজও মিলেছে৷ যে সব ফেসবুক পেইজ থেকে এই ধরনের গুজব ছড়ানো হয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে। 

মিট দ্যা প্রেসে উপস্থিত চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা , সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে চট্টগ্রামের সাংবাদিক সমাজ অতীতের ন্যায় আগামীতেও সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত