পিরোজপুরের মঠবাড়িয়ায় রেমাল পরবর্তী তাপদাহের পড়ে কয়েক দিনের টানা বৃষ্টিতে কৃষকরা সবজি উৎপাদন করতে না পারায় স্থানীয় বাজারে সবজির সংকট দেখা দিয়েছে।
কৃষকরা বৃষ্টিতে ক্ষেত থেকে সবজি তুলতে পারছেনা এবং অনেক সবজি নষ্ট হওয়ায় সবজির সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। সবজির দোকানীরা চাহিদা অনুযায়ী ক্রেতাদের সবজি দিতে পারছে না।
স্থানীয় সবজি বাজার ঘুরে দেখা যায়, দোকানীদের সবজির ডালা খালি পরে আছে। গত এক মাসের ব্যবধানে প্রত্যেকটি সব্জির দাম ১০ থেকে ৫০ টাকা বেড়ে গেছে। কাঁচা মরিচ, বেগুন, ঝিঙ্গাসহ অনেক সবজির দাম তিন গুন বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ী ইয়াকুব আলীর জানায়, স্থানীয় কৃষক যারা প্রতিদিন সকাল বেলা সবজি এনে আমাদের কাছে বিক্রি করতো। তারা এই এক মাস পর্যন্ত বাজারে আসছেনা। তাপদাহের পরে টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ অনেকটাই কমে গেছে। খুলনা, যশোর, কখনো বগুড়া, নরসিংদী থেকেও আনা হতো। বৃষ্টির কারণে গাড়ি ভাড়াও আগের তুলনায় অনেক বেশি দিতে হয়। অন্য দিকে এ সব পাইকারী বাজারেও দাম বেড়েছে। এ কারণে পাইকারী বাজার থেকে সবজি আনার সাহস পাচ্ছেনা। এনেও লাভ করা এখন খুবই কষ্টের।
সবজি বিক্রেতা নূরুল ইসলাম বলেন, বাজারে সবজি না আসায় দোকানের ডালা খালি। প্রায় ১৮ বছর ধরে এই বাজারে ব্যবসা করছি কিন্তু সবজির এত ঘাটতি এবং এত বেশি মূল্য বৃদ্ধি এর আগে কখনও দেখেছি।
কৃষক সুরেষ চন্দ্র জানান, রোধ ও বৃষ্টিতে সবজি নষ্ট হওয়ায় ক্ষেতে কোন সব্জি নাই। ক্রেতা জাহাঙ্গীর আল মামুন বলেন, বাজারে চাহিদা অনুযায়ী সবজি বাজারে পাওয়া যায়না। যাও পাওয়া যায় তার মূল্য অধিক হওয়ায় ক্রয় করার আগ্রহ হারিয়ে যায়।