বগুড়ার কাহালুতে এক পাষান্ড স্বামী তার স্ত্রী ২ সন্তানের জননীকে হত্যা করে ভোর রাতে কাহালু থানায় হাজির হলেন। পুলিশ মৃদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং স-স্বীকৃত হত্যাকারী পাষান্ড স্বামীকে গ্রেফতার করেন।
গতকাল বুধবার গভীর রাতে হত্যার ঘটনাটি ঘটে কাহালু উপজেলার নারহট্ট ভেপড়া নামক স্থানে টিন সেটের নির্মিত নিজ বাড়ীতে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,প্রায় ১২ বছর পূর্বে নারহট্ট ইউনিয়নের লোহাজাল গ্রামের মৃত মোহম্মাদ আলীর ছেলে হাতেম আলী। নারহট্ট গ্রামের সাহেব আলী মন্ডলের মেয়ে শান্তনা কে বিয়ে করে। এরপর হতে হাতেম আলী নারহট্ট ভেপড়া এলাকার একটি পুকুর পাড়ে টিন সেটের বাড়ী নির্মাণ করে বসবাস করা কালে তাদের ২ ছেলে সন্তান হয়।
অভাব অভিযোগের সংসার চালাতে হাতেম আলী বিভিন্ন স্থানে কাজ করতো। ঘটনার রাতে শান্তনা খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে সন্তাদের নিয়ে শুয়ে পড়লে রাতের কোন একসময় বাড়ীতে প্রবেশ করে গলায় ফাস দিয়ে হত্যা নিশ্চিত করে এবং ভোর রাতে কাহালু থানা পুলিশে নিকট হাজির হয়ে তার স্ত্রী শান্তনা বেগম (২৯) ক হত্যার কথা স্বীকার করে।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় শান্তনার বাবা বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা করেন। পুলিশ শান্তনার স্বামী হাতেম আলী (৩৫) গ্রেফতার দেখিয়েছেন। বিষয়টি কাহালু থানা পুলিশের এস আই মহিউদ্দিন নিশ্চিত করেন।