মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
আহত জবি শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য
জবি প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৩:০২ PM
কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আল আমিন কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বৃহস্পতিবার (১ আগস্ট) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর সাথে উপাচার্য সাদেকা হালিম হাসপাতালে দেখা করেন এবং তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন। 

এসময় উপাচার্য কর্তব্যরত চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তার চিকিৎসার সকল ব্যয়ভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছেন। 

এসময় হাসপাতালে উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পিআরআইপি) জনাব মোঃ তানভীর আহসান ও পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. মো. আব্দুল মালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আহত শিক্ষার্থী আল আমিনের উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি । তার চিকিৎসার সকল ব্যয়ভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছে। আমি শিক্ষার্থীদের বলতে চাই অভিভাবক হিসেবে সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের পাশে আছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত