গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আরিফ হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। তিনি শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় জমি কিনে বাড়ী নির্মাণ করে বসবাস করেন। বৃহস্পতিবার (০১ আগস্ট) ভোরে তার বাড়ীতে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ ঘরের ফ্রিজে বিদ্যুৎ লাইনে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পর্শে আহত হয়। পরে স্বজনেরা তাকে আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, আরিফ হোসেন দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে পাশের কাপাসিয়া উপজেলার দিঘদা গ্রাম থেকে শ্রীপুরে এসে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। সে ওই গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।