সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মুক্তাগাছায় সহিংসতা ভুলে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে মানববন্ধন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৪:০৪ PM
ময়মনসিংহের মুক্তাগাছায় নৈরাজ্য, সহিংসতা ও অপসংস্কৃতির ভুলে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

ঐতিহ্যবাহী এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বৃহস্পতিবার মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শামীম তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে, গুলি করে নিরীহ ছাত্র, শিশু ও সাধারণ মানুষকে হত্যার নিন্দা জানান। 

বিশেষ করে রংপুরের আবুসাঈদ হত্যার প্রতিবাদসহ সকল শহিদের আত্নার মাগফেরাত কামনা করে বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তিনি আরো বলেন  বর্তমানে যে ব্যাক্তিগত আক্রোশে হানাহানি ভাংচুরের নৈরাজ্য হয়েছে তা কোন ভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। 

এ সময় নৈরাজ্য বিরোধী নানা ফেস্টুন, প্লেকার্ড ও ব্যনার প্রদর্শন করে  স্লোগান দেয় শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থীরা অবিলম্বে নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এসময় সাংবাদিক ক্বাফি খান, শিক্ষক এডভোকেট মো. নাজমুল ইসলামসহ অনেকেই শিক্ষার্থীদের সাথে মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, একটি রাহুর কবল থেকে দেশ মুক্ত হয়েছে। সেই দেশকে এখন নতুন পথে নতুনভাবে সুন্দর সুচারোভাবে গড়ে তুলতে হবে। সে জন্য সকলকে সুন্দর মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে। কোন ধরনের দুষ্কৃতিকে প্রশ্রয় দেয়া যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত