রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
পুলিশের গুলিতে আন্দোলনকারী সাদ এর জানাজা সম্পন্ন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৪:০৭ PM
এক দফা আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আফিকুল ইসলাম সাদ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন। সে সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার শফিকুল ইসলামের পুত্র।

এই আন্দোলনে ধামরাই উপজেলায় প্রথম শহীদ তিনি। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মেধাবী এই শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। 

গত ০৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ০৮ আগস্ট সকাল  ৭:৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তার প্রথম নামাজে জানাজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ২য় জানাজা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে, ৩য় জানাজা ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ও চতুর্থ জানাজা তার নিজ গ্রাম ষাটুরিয়ার দড়গ্রামে অনুষ্ঠিত করে দাফন সম্পন্ন করা হয়।

ধামরাইয়ে জানাজা নামাজে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সচেতন নাগরিক সমাজ ধামরাই এর সভাপতি মোহাম্মদ ইমরানসহ কয়েক হাজার মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত