রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
সিরাজগঞ্জ কারাগারে মাদক ও ভাঙচুর মামলার আসামির ‘আত্মহত্যা’
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৫:৪৫ PM
সিরাজগঞ্জ জেলা কারাগারে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ওই হাজতির নাম মেহেদী হাসান পাপ্পু। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধির আবুল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক ও ভাঙচুর করার অপরাধে একাধিক মামলা রয়েছে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার এ এস এম কামরুল হুদা জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে টয়লেটে গিয়ে লা্নেইর সুতা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেহেদী হাসান। 

কয়েদিরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কারারক্ষীদের জানালে তাঁকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

জেল সুপার আরও বলেন, ‘চলতি বছরের ৩০ মে মাদক মামলায় গ্রেপ্তার হলে মেহেদীকে জেলহাজতে পাঠান আদালত। দুদিন আগে জেলখানা থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় একধরনের হতাশা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে ওই হাজতি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত