শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কেন্দুয়ায় এক রাতে সংঘবদ্ধ ৭গরু চুরি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৬:২৫ PM
নেত্রকোণার কেন্দুয়ায় আবু সাঈদ ও সাইদুর রহমান নামের দুই কৃষকের গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ গরু চোর চক্র এক রাতে এক গ্রাম থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।

গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। যাদের গরুগুলো চুরি হয়েছে তারা দুজনই উপজেলার উত্তরাটি গ্রামের চাচা-ভাতিজা। 

১৭আগষ্ট (শনিবার) শেষ রাতের দিকে উপজেলার পাইকুড়া  ইউনিয়নের উত্তরাটি গ্রামে এচুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে কৃষক আবু সাঈদের গোয়াল ঘর থেকে ২টি ষাঁড়, ১টি গাভীসহ ৩টি গরু চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।  

অপরদিকে সাইদুর রহমানের গোয়াল ঘর থেকে ২টি ষাঁড় ও ২টি গাভীসহ মোট ৪টি গরু চুরি করে একদল সংঘবদ্ধ গরু চোর গরুগুলি চুরি করে  নিয়ে যায়। যার আনুমানিক দাম ৪ লাখ টাকা। 

ভুক্তভোগী কৃষক সাইদুর রহমান বলেন, ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি তার গোয়ালঘরে গরু নেই। তাৎক্ষণিক চুরির ঘটনা জানাজানি হলে শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে চেষ্টা করলেও চোরের কোনো সন্ধান পায়নি। 

তাছাড়া তাদের ধারণা, গ্রামের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় অন্য গ্রাম থেকে এসে একটি চোর চক্র এলাকার বিভিন্ন গোয়াল ঘর থেকে গরু চুরি করেছে। এসব গরু চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন গ্রামবাসী।

অপর কৃষক আবু সাঈদ বলেন, প্রতিদিনের মতোই গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ে ছিলাম। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আমার ৪টি গরু চুরি করে নিয়ে যায়। এ ৪টি গরুই আমার শেষ সম্বল। তিন লাখ টাকার চারটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কীভাবে ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালাবো, সেই চিন্তায় আছি।

পাইকুড়া  ইউপি চেয়ারম্যান মো. ইসলাম উদ্দিন গরু চুরির ঘটনা সত্যতা নিশ্চিত জরে বলেন, শীত আসতে না আসতেই গ্রামে শুরু হয়েছে গরু চুরির ঘটনা। গত শনিবার গভীর রাতে উত্তরাটি গ্রামের দুই কৃষকের সাতটি গরু চুরি হয়ে গেছে। ঘটনাটি আসলেই দ:খজনক।

এ বিষয়ে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রেই উপপরিদর্শক সাদ্দাম হোসেন  বলেন, এখনও পর্যন্ত গরু চুরির কোন অভিযোগ আমরা পাই নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত