রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
পিরোজপুরে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৩:২৫ PM
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার টগড়া দারুল ইসলামী কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। 

বৃহস্পতিবার সকাল ১০ টায় টগড়া দারুল ইসলামি কামিল মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজ, নারী লোভী, অর্থ আত্মসাৎ কারী, ঘুষ নিয়ে পরীক্ষায় নকল সরবরাহকারী অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার‌কে পদত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত দেলেয়ার মাওলানা পদত্যাগ না করবে শিক্ষার্থীরা মাদ্রাসার ক্লাসে ফিরে যাবে না। 

মাদ্রাসার সহকারি অধ্যাপক আব্দুল্লাহ হিল মাহমুদ বলেন, মাদ্রাসার নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠানের অর্থনৈতিক আয় ব্যয় হিসাব এবং প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা শিক্ষকদের কাছ থেকে স্কেল বাড়ানোর জন্য ঘুষ নেয়াসহ বিভিন্ন অপকমের্র প্রমান রয়েছে তার বিরুদ্ধে। আমরা তার বিচার চাই এবং তার বহিষ্কার চাই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত